সাভারে নিখোজ, অচেতন অবস্থায় সাংবাদিক মিললো সীতাকুণ্ডে
টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;
ADS BY ADSTERRA
এর আগে, গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের দক্ষিণ পাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তপু ঘোষাল। তিনি সার্ক সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য ও তাজা খবরের সম্পাদক এবং একটি দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।
![]() |
| সাংবাদিক: তপু ঘোষাল |
ADS BY ADSTERRA
পুলিশ জানায়, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। শনিবার বিকেল ৪টায় আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মুঠোফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে অপহরণ করে সীতাকুণ্ড থানাধীন নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানা পুলিশ তাকে উদ্ধার করে।
ADS BY ADSTERRA
বিষয়টি নিয়ে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ এর পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। বলা হয়, আমরা এমন পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানাই। আমরা অতি দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সেই সঙ্গে বাংলাদেশে সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই এবং সুস্থ আছেন।


কোন মন্তব্য নেই