পূবাইলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৫
রবিউল আলম গাজীপুর প্রতিনিধি,;
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ প্রায় ১৫ বছর যাবৎ কুদাব বাগিচা এলাকায় রিনা আক্তার তার নিজ বাসায় দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। এলাকা সূত্রে জানা যায় মূল অভিযুক্ত রেনু আক্তার স্থানীয় ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকার মৃত নসুর উদ্দিন ভূঁইয়ার মেয়ে ও আলমগীর ভূইয়ার বোন। আলমগীর ভূইয়া কুদাব বাইতুন মামুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক। এ ব্যাপারে আলমগীর ভূইয়ার সাথে যোগাযোগ করিলে তিনি বলেন রেনু আমার বোন তবে এসব ব্যাপারে আমার জানা নাই।
গত ২৭ অক্টোবর রাতে পূবাইল থানার কর্মরত এস আই মারফত আলীর নেতৃতে একটি টিম রেনু আক্তার (রিনা) এর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


কোন মন্তব্য নেই