রাঙ্গাবালীতে আ.লীগ অফিসে হামলার ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার চার
মোঃজাহাঙ্গীর প্যাদা, পটুয়াখালী প্রতিনিধি ;
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন আবু বাদী হয়ে রাঙ্গাবালী থানায় এ মামলা দায়ের করেন। এঘটনায় সন্দেহভাজন চার বিএনপি নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় তিনটি বিস্ফোরিত ককটেলের নমুনা ও দুই অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।
বিজ্ঞাপন
এদিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী জানান, পুলিশি অভিযানের কারণে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া। এরকম ঘটনা বিএনপি কিভাবে ঘটাবে?। আওয়ামী লীগ নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী নেতা বাদী হয়ে থানায় মামলা করেছে। ইতোমধ্যে চারজনকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।


কোন মন্তব্য নেই