চবিতে সেইভের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
তামিম আহমেদ শরীফ, চবি প্রতিনিধি, আজকের বাংলাদেশ;
সফলতার পাঁচ বছর পূর্ণ করেছে Student Against Violence Everywhere (SAVE)। এ উপলক্ষে বৃক্ষরোপণ ও কেক কেটে দিনটি উদযাপন করেছে সেইভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে কর্মসূচি শুরু হয় সেইভের কার্যক্রম, বিগত পাঁচ বছরের সফলতা, সেইভের বর্তমান এজেন্ডা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। এসময় সেইভের মূলমন্ত্র, বিগত পাঁচ বছরের অর্জন ও আগামী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সেইভ চবি চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইমাম ইমু।
পরবর্তীতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সেইভের চবি চ্যাপ্টারের মডারেটর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান।
আফজালুর রহমান বলেন, জ্ঞানভিত্তিক নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সেইভ। আজকে সেইভের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি একটি ভালো উদ্যােগ। আগামীতে সেইভ ভালো কাজ করে সমাজে ভূমিকা রাখবে বলে আশা করি।
২০১৮ সালের ৩১ অক্টোবরে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্ন প্লাটফর্ম যেখানে শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করা হয়। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতার উন্নয়নে ভূমিকা রাখছে এটি। বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সেইভের কার্যক্রম চলমান রয়েছে।


কোন মন্তব্য নেই