| |

ক্রিকেটে মাশরাফি’কে, ফুটবলে ব্যারিষ্টার সুমন’কে সভাপতি করার দাবিতে সরগরম সোশ্যাল মিডিয়া

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

ছবি: সংগৃহীত
চলমান ক্রিকেট ব্যর্থতা  ও ফুটবলের দুর্দিন গুছাতে ক্রিকেটে বিসিবি সভাপতি হিসেবে মাশরাফিকে এবং ফুটবলে বাফুফে সভাপতি হিসেবে ব্যারিস্টার সুমনকে দেখতে চায় দাবিতে সরগরম সোশ্যাল মিডিয়া। 

চলমান বিশ্বকাপ ব্যর্থতার পর বিসিবি বস পাপনকে হটিয়ে বাংলাদেশের সাবেক সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা সভাপতির দ্বায়িত্বে বসানো হোক এই দাবিটি আরো জোড়ালো ভাবে সোশ্যাল প্লাটফর্ম ফেসবুকে রীতিমত ক্রিকেট সমর্থকদের পোস্টে লক্ষ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

 অন্যদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেকে যেনো বিতর্কের বাইরে রাখতেই পারছেন না, এরই মধ্যে ফুটবল দল অস্ট্রেলিয়ায় যাওয়া প্রসঙ্গে দলের সাথে বাড়তি ২২ জনের অস্ট্রেলিয়া সফর রীতিমত দেশের ফুটবলের হটটপিক।
অপরদিকে দেশীয় ফুটবলে বেশ সাড়া জাগিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেশের বিভিন্ন জেলায় প্রীতি ম্যাচ খেলছে দলটি। ম্যাচ শুরুর আগেই মাঠে উপস্থিত হতে দেখা যায় হাজারো ফুটবল প্রেমী। দল বেধে মাঠে এসেছে শিশুসহ সকল বয়সী ফুটবল প্রেমীরা। নারীরাও ব্যারিষ্টার সুমনকে এক নজর দেখতে এসে মাঠে ভীড় করেছেন নিয়মিত।

বিজ্ঞাপন

 অনেকটা মৃত্যপ্রায় ফুটবলকে নিয়ে সারাদেশে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। নামটা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেশায় একজন আইনজীবী হলেও নিজেকে একাধিক পরিচয়ে দেশে পরিচিত করেছেন।
কখনো ত্রান নিয়ে বন্যার্থদের পাশে, তো কখনো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আদালতে।
একজন ফুটবলপ্রেমী হিসেবেও বর্তমান সময়ে তার জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতই। 

বিজ্ঞাপন

 যেখানে দেশিও ক্লাব পর্যায়ে স্টেডিয়ামে ফাকা গ্যালারী দেখা যায়, সেখানে তার প্রত্যেকটি ম্যাচে হাজারো দর্শক দেখতে পাওয়া যায়। 
সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) গাজীপুরেও অনুষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবল ম্যাচেও প্রচুর দর্শক সমাগম দেখা গিয়েছে।

কোন মন্তব্য নেই