| |

রিয়াদে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসে আজকের বাংলাদেশ;
ডামি নির্বাচনে গঠিত সরকারও হয় প্রহসনের ও ডামি সরকার, সুতরাং জনগনের কঠিন প্রতিরোধে এমন সরকারের পতনও সময়ের  দাবী।
রিয়াদে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের  আয়োজনে অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিলে ঢাকা থেকে টেলিকনফারেন্স দেওয়া বক্তব্য  বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ  জয়নাল আবেদীন ফারুক এসব কথা বলেন।

Table of Contents

সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চল কমিটির দোয়া ও ইফতার মাহফিল  উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক মো:জাহাঙ্গীর  আলমের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি  ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির  প্রতিষঠাতা সাধারণ  সম্পাদক  ফারুক আহমেদ  চাঁন,প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির সিনিয়র  যুগ্ম  আহবায়ক  তালুকদার হারুনুর রশীদ,অনুষঠান উদযাপন কমিটির  যুগ্ম  আহবায়ক  আলমগীর  কবিরের সঞ্চালনায় সভায় যুগ্ম  আহবায়ক ওমর ফারুক, সাবেক ছাএনেতা কাইয়ুমুল ইসলাম, পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রচার সমপাদক  মো:শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্দা ওয়াজেদ হোসেন প্রমুখ বক্তব্য  রাখেন।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা ৫২ নিউজ টিভির সৌদি প্রতিনিধি আরিফুল ইসলাম।দোয়াও মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  শহীদ জিয়াউর  রহমান ও আরফাত রহমান কোকোর  আত্নার মাগফেরাত    কামনা  করা হয়। 
বিপুল সংখ্যক  বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী  সভায় উপস্থিত  ছিলেন।

কোন মন্তব্য নেই