পূবাইলে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক
রবিউল আলম, গাজীপুর প্রতিনিধি, গাজীপুর টাইমস;
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেইট যুগীপাড়া এলাকা থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক সম্রাজ্ঞী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ। যিনি দীর্ঘ দিন বিশেষ কৌশল অবলম্বন করে ধরাছোঁয়ার বাইরে থেকে চালিয়ে যেতেন তার মাদক বিক্রির সুপরিকল্পিত উৎস।
আটককৃত হলেন,মাদক সম্রাজ্ঞী চায়না বেগম (৪৬),স্হানীয় ৪১ নং ওয়ার্ডের পূবাইল থানার যুগীপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের স্ত্রী। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়।
পূবাইল থানায় কর্মরত এএসআই মোঃ জহিরুল ইসলাম জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪১নং ওয়ার্ডের পূবাইল সাকিনস্থ কলেজ গেইট সংলগ্ন পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মাদক সম্রাজ্ঞী চায়না বেগম কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আড়ালে থেকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যেতেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই