লামায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
বিপ্লব দাশ, লামা প্রতিনিধি, গাজীপুর টাইমস;
বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর)পৌর শহরে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আয়োজন করা হয়। লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বাজার এলাকা,ছোট নুনারবিল, বড় নুনারবিল, মধুঝিরি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ,সাংগঠনিক সম্পাদক ও হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ,লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি অনুপ দাশ,সহ-সভাপতি অলক চৌধুরী,সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশ, অর্থ সম্পাদক বাসু কর্মকার, শ্রী শ্রী শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি টিকলু দাশ,সাধারণ সম্পাদক যীশু দাশ,অর্থ সম্পাদক রাহুল দাশ,পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন,শ্যামা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ADS BY ADSTERRA
ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাব তিথিকে সকল ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন।

কোন মন্তব্য নেই