হাসপাতাল থেকে রিলিজের পর বাসায় ফিরছেন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;
অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হসপিটাল থেকে রিলিজ নিয়ে চরমোনাই'র পথে রওয়ানা করেছেন।
গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন থাকার পরে আজ ১০ সেপ্টেম্বর দুপুর ১১.৩০ এর দিকে রিলিজ হয়েছেন।
ADS BY ADSTERRA
শারীরিক অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থ হতে তিনি আজকের চরমোনাই বাসভবনের দিকে রওয়ানা দিয়েছেন।
ADS BY ADSTERRA
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর, খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগদিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। খুলনায় মুফতী সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ৪ সেপ্টেম্বর এ্যাম্বুলেন্স এ জরুরীভাবে ঢাকায় এনে আসগর আলী হসপিটালের আইসিইউ, পিআইসিইউতে রেখে ৭ সেপ্টেম্বর তাঁকে কেবিনে দিয়ে চিকিৎসা দেয়া হয়।

কোন মন্তব্য নেই