| |

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হলো “সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড”-২০২৩

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

০৯ সেপ্টেম্বর, (শনিবার) সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, দার্জিলিং - পশ্চিমবঙ্গ, ভারতে অনুষ্ঠিত হলো “সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড”-২০২৩ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠান, দূরদর্শী শিক্ষানেতাদের পাশাপাশি নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষদের দেওয়া পুরস্কারের মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার জন্যই এই আয়োজন।

ADS BY ADSTERRA

শিক্ষামূলক কনফারেন্সে এবং শিক্ষা পুরস্কারে অংশগ্রহণ করছে নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড ইভেন্টে নেপালের ৩৫ জন প্রতিনিধি সহ উপরে অন্যান্য দেশগুলির প্রায় ২০০ শিক্ষা উদ্যোক্তাদের উপস্থিতি ছিলো। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলো নেপালের ম্যাগাজিন শিক্ষালয়, রোটারী ক্লাব অব দার্জিলিং ও সার্ক জার্নালিস্ট ফোরাম।


ADS BY ADSTERRA

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ চৌহান, ডেপুটি চেয়ারম্যান, গোরখা ল্যান্ড টেরিটোরিয়াম। 

বিশেষ অতিথি ছিলেন সিকিম রাজ্যের বিজেবি সেক্রেটারি জেনারেল সায়মুন পল। 

সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা, সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান সহ ভারত, নেপাল বাংলাদেশ ভুটানের শীর্ষস্থানীয় ৫০টি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল উপস্থিত ছিলেন এবং তাদেরকে এওয়ার্ড প্রদান করা হয়।

ADS BY ADSTERRA

অনুষ্ঠানে সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট সুধাংশু সহ ভারতের বিভিন্ন রাজ্যের শতাদিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই