| |

অবাধে চলছে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

মাটি মামুন রংপুর প্রতিনিধি;

রংপুর নগরীর ধাপ এলাকায় সরকারি নিয়ম নিতীর তোয়াক্কা না করে অবাধে চলছে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন নিরব কেনো?? 
জানতে চায় সুশীল সমাজ। 
প্রতিনিয়ত এই সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীর ভুল চিকিৎসায়া মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিজ্ঞাপন

 গত দুই মাসে ধাপ এলাকায় বিন ওমর হসপিটালে একজন, আইডিয়াল ক্লিনিকে একজন, ইশিয়া ক্লিনিকে একজন, ডে নাইট ক্লিনিকে একজন, 
গ্রীন হসপিটালে একজন,স্বপ্ন জেনারেল হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

 এই খবর গুলো স্থানীয় কাগজ সহ জাতীয় দৈনিক কাগজে একাধিক বার নিউজ হলেও স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন অফিস নিরব কেনো তার প্রশ্ন থেকেই যাচ্ছে। 
স্থানীয়দের দাবি, এসব যত্রতত্র গজিয়ে ওঠা মানহীন ভুইফোড় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অচিরেই বন্ধ করে দেয়া হয়।
নগরীর তে যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো লাইসেন্স বিহীন এরকম ৪৮টির সকল তথ্য জেলা সিভিল সার্জন অফিস থেকে দেয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই