শিবচরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের মতবিনিময় সভা
রাকিবুল হাসান(রকি), শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষনে চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ অক্টোবর) দুপুরে শিবচরের পদ্মাপাড়ের চরজানাজাত ইউনিয়নের সামাদ খান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 'নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি' স্লোগানকে সামনে রেখে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য স্থানীয় জেলেদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেলেদের উদ্দেশ্যে উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,'১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুম। মোট ২২ দিন পদ্মানদীসহ সকল স্থানেই ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। এই সময় আপনারা (জেলে) নদীতে কেউ নামবেন না। আপনাদের মাছ ধরার ট্রলার যেন নদীতে না চলে। আমরা চাই নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়বে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে সচেতন করবেন।'
সভায় শিবচর মৎস কর্মকর্তা, নৌপুলিশের সদস্য ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলেরা উপস্থিত ছিলেন। এসময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নৌপুলিশ।

কোন মন্তব্য নেই