| |

রাঙ্গাবালীতে ১২ বছর পর ৫ বছরের দণ্ডিত আসামি গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর প‍্যাদা, পটুয়াখালী প্রতিনিধি;

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর উপজেলার চরমোন্তাজে ১২ বছর পলাতক থাকার পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার খান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধায় গোপন সংবাদাদে ভিত্তিতে এ এস আই মোঃ বেল্লাল হোসেন এর নেতৃত্বে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি একটি টিম চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

 গ্রেফতার আনোয়ার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মজিবর খান এর ছেলে।

বিজ্ঞাপন

 পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে চাদা বাজী ও ডাকাতির অভিযোগে মামলা হয়। মামলায় আদালত তার ৫ বছর সাজা দেন। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক এবং আত্মগোপনে ছিলেন। 

বিজ্ঞাপন

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) মোঃ নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে ।

কোন মন্তব্য নেই