| |

চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজ উদ্বোধন

মোঃজাহিঙ্গীর প‍্যাদা, পটুয়াখালী প্রতিনিধি;

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজ পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে কলেজ উদ্বোধন করেন, সাবেক পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন আবু মিয়া ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মোঃরুহুল আমিন।

বিজ্ঞাপন

 প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মূঃফরিদ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে সামসুদ্দিন আবু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন,চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজাদ খান সাথী,সহ-সভপতি মোঃ মোশাররফ হোসেন খান, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান রুবেল, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, চরবেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসাইন, চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান চরমোন্তাজ ইউনিয়নের ইউপি সদস্য মোসারফ হোসেন মাতুব্বর ইউপি সদস্য মোসাঃ রুনু খান প্রমুখ।

কোন মন্তব্য নেই