রংপুরে ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু ; অভিযোগ ভুক্তভোগীর
মাটি মামুন, রংপুর প্রতিনিধি;
রংপুর নগরীর কাকলী লেনে অবস্থিত ইউনি এইড হাসপাতালে এক প্রসূতীর ভুল অপারেশন নবজাতকের মৃত্যু হয়েছে।
স্বজন-দের অভিযোগ চিকিৎসক ছাড়াই হাসপাতালের অদক্ষ লোকজন দ্বারা প্রসূতীর অস্ত্রপাচার করায় শিশু টির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপারেশন করার কথা ছিলো মহিলা গাইনী ডাক্তার দিয়ে,কিন্তু হাসাপাতাল কর্তৃপক্ষ তা না করে অদক্ষ লোকজন ও নার্স দ্বারা অপারেশন করায় শিশুটি মারা গেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বিজ্ঞাপন
এ বিষয় কথা বলতে অত্রপ্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায় নি, ঘটনার পর তারা হাসপাতাল ছেড়ে পালিয়েছেন।
তবে সন্ধ্যা ৭ টার দিকে ঐ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী আসেন, তার সাথে কথা বললে তিনি জানান ‘আমি এ বিষয়ে কিছু জানিনা তবে এই অপারেশন করেন কামাল উদ্দিন রাজ নামে একজন চিকিৎসক, আমি এর থেকে বেশি কিছু বলতে পারিনা যেহেতু আমি ছিলাম না।’
এ বিষয়ে ক্ষতিয়ে দেখে ক্লিনিক মালিক এর বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন রংপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন।


কোন মন্তব্য নেই