বাঘার বাউসা ইউনিয়নে টিসিবি'র পণ্য বিতরণে অনিয়মে চেয়ারম্যান অবরুদ্ধ
মো: আলাউদ্দিন মন্ডল, রাজশাহী প্রতিনিধি;
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি'র) পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন চেয়ারম্যান।
এ সময় চেয়ারম্যানকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে বিক্ষিপ্ত জনতা স্লোগান দেয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, পূর্বে পরিষদে আসা টিউবওয়েল, জল মটর, কম্বল অন্যান্য সকল ওয়ার্ডে দিয়েছে চেয়ারম্যান কিন্তুু আমার ওয়ার্ডে দেয়নি। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ভালোবেসে কিছু সুবিধা দেন যার ভাগ চায় চেয়ারম্যান। না দেওয়ায় ৪ নং ওয়ার্ডের জনগণকে সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত করছেন নূর মোহাম্মদ তুফান।
বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আড়পাড়া গ্রামের কালাম, ফতেপুরের খোকন, কালাম বাউসা ৬ নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামান, দিঘা গ্রামের আয়ুব আলী, আমরপুর গ্রামের রনজনা বেগম সহ প্রায় শতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। ৪৭০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, দুই কেজি মশুরের ডাল ও দুই লিটার সয়াবিন (টিসিবি পণ্য) পাওয়ার জন্য সকল ৯টা থেকে ইউনিয়ন পরিষদে এসে বসে আছি। অথচ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান মুখ দেখে তার পরিচিত এবং তাকে যারা ভোট দিয়েছে এ রকম মানুষের হাতে একটি করে স্লিপ ধরিয়ে দিয়েছেন। এ কারণে আমরা তাকে অবরুদ্ধ করাসহ তার বিরুদ্ধে অনিয়ম বিরোধী স্লোগান দিয়েছি। ঘটনার একপর্যায় বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাল বিতরণ স্থগিত করে আমাদের শান্ত করেন।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মেদ জানান, টিসিবি পণ্য বিতরণের সময় কার্ডধারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার খবর পেয়ে আমি পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে টিসিবি পণ্য বিতরণ স্থগিত করেছি। কার্ডের অনিয়ম তদন্ত করে দেখা হবে।


কোন মন্তব্য নেই