| |

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

তৈয়ব শাহনূর, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;

ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের উপরে  ইসরায়েলি হামলা ও বর্বরতার বিরুদ্ধে  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবার জুমআর নামাজের পর নজরুল বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ইসরায়েলি হামলার প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

 সমাবেশে বক্তারা দ্রুত গাজায়  ইসরায়েলি হামলা বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। 
একই সাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখা ও আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের পক্ষে কাজ করার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

 বিক্ষোভ সমাবেশে  এক শ্রেণির মিডিয়ার ইসরায়েল প্রীতির সমালোচনা করে গাজার বর্তামান করুন অবস্থা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। 

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশটি ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এর বর্বতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। এসময় Free Palestinian, save Gaza, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নিপাত যাক সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড বহন করে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই