| |

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ১৯৮

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

গাজা শহরের একটি উঁচু ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। ছবি: রয়টার্স
ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন হাজারের অধিক মানুষ।  [খবর : আল জাজিরা]

হাসপাতালের সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

বিজ্ঞাপন

 তবে স্থানীয় গণমাধ্যমগুলো ১০০ জন নিহতের খবর প্রচার করছে।

বিজ্ঞাপন

 হামাসের হামলার পর ইসরায়েলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

বিজ্ঞাপন

 এরপরই ফিলিস্তিন মুসলমানদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী, সর্বশেষ ১৯৮ জন পর্যন্ত সাধারন ফিলিস্তিনি নিহতের খবর গনমাধ্যমের বরাতে এসেছে।ধারনা করা হচ্ছে মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে।

কোন মন্তব্য নেই