| |

নজরুল বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

তৈয়ব শাহনূর, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। 

রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা অনুষ্ঠান এর মাধ্যমে নবীনবরণ ও সংবর্ধনা এর আনুষ্ঠানিকতা শুরু হয়। 
অনুষ্ঠানে অতিথিদের মাঝে নেত্রকোণার ঐতিহ্যেবাহী বালিশ মিষ্টি পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

 আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান। 

নেত্রকোণা হতে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এখানে তোমারা যারা আছ তোমরা অনেক মেধাবী কিন্তু এখানে থেমে গেলেই হবে না। তোমাদের আরো অনেক এগিয়ে যেতে হবে। তুমি কোথায় যেতে চাও সেটার ভিশন এখনই ঠিক করতে হবে আর সেটার জন্য পরিশ্রম করতে হবে। আর শিকড়কে কোনদিন ভুলে যাবে না। 

বিজ্ঞাপন

 এসময় তিনি চাকরিতে থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার চমৎকার সব কাজ ও অভিজ্ঞতার সৃতিচারণ করেন। এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

 অনুষ্ঠানে সভাপতিত্ব করবে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর। 

তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যারা সুযোগ পেয়েছো তোমাদের উচিত নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা।  বর্তমান সময়ে উচ্চ শিক্ষা ঘরের কাছে চলে এসেছে। শিক্ষার বিকেন্দ্রীকরণ হয়েছে। এর জন্য চমৎকার কাজ করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। 

বক্তৃতাকালে নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের প্রসংশা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন এর সভাপতি সুস্মিতা সরকার পিউ।
 এসেসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল খান হৃদয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড আতাউর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

এর পর সন্ধায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের এমন আয়োজনে আনন্দ প্রকাশ করেছে নেত্রকোণা থেকে আগত নবীন শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই