নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
![]() |
| রান নিচ্ছেন কনওয়ে-রাচিন। ছবি: এএফপি |
চার বছর আগে লর্ডসে এই দুই দলই জন্ম দিয়েছিল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনালটির। তবে বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুই দলের এমন ম্যাড়ম্যাড়ে ও একপেশে ম্যাচ হবে সেটিই কজনে ভেবেছিল!
ম্যাচটিকে মূলত একপেশে বানিয়েছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ইংলিশ বোলারদের কোনো পাত্তায় দেননি দুজনে। এই দুই বাঁহাতি ব্যাটারের ২১১ বলে নিরবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে নিউজিল্যান্ড ৮২ বল হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ২৮৩ রান করে কিউইরা। এই জয়ে যেন মধুর এক শোধই তুলল নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে বাউন্ডারির হিসেবে যে বিশ্বকাপ স্বপ্ন ভেঙেছিল তাদের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার জনি বেয়ারস্টো (৩৩) ও ডেভিড মালানের (১৪) বিদায়ের পর ইংলিশদের হাল ধরেন জো রুট। তবে ৭৭ রানে গ্লেন ফিলিপসের বলে তিনি বোল্ড হলে এরপর আর কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বাটলার। কিউইদের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হেনরি।

কোন মন্তব্য নেই