এতিমদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক চানের ইফতার আয়োজন
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
লক্ষীপুর জেলার,সদর ১২ নং চরশাহী ইউনিয়ন রাম পুর হেমায়েতুল ইসলাম মাদ্রাসা ও এতিম খানার শতাধিক এতিম শিক্ষার্থীদের সম্মানে প্রবাসী সাংবাদিক ফারুক আহমেদ চাঁন এর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Table of Contents
আজ শুক্রবার এ মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসা ও এতিম খান প্রধান মাওলানা মামুন সাহেব।সুচনা বক্তব্য রাখেন সমাজসেবী মো:নাছির উদ্দিন।
তিনি ধমীর্য় ও ইসলামী কাজে ফারুক আহমেদ চানের দান ও সহযোগিতার কথা তুলে ধরেন।
এসময় বরেন্য আলেম মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক নেতা মো; হোসেন, লোকমান হোসেন, সাদেক আহমেদ সহ স্থানীয় গন্য মান্য বিপুল সংখ্যক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই