গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ ; দগ্ধ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
![]() |
| সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। |
Table of Contents
বুধবার সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এ দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গনমাধ্যমে জানান, এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।
সিলিন্ডার বিস্ফোরণে সূত্রপাত
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডারটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়া হয়। এ সময় আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক উৎসাহী মানুষ ঘটনাটি দেখতে এলে দগ্ধ হন।
দগ্ধ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক
গুরুতর দগ্ধ এসব রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিরাও শংঙ্কামুক্ত নয়।
বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘এখন পর্যন্ত ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুসহ ১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক।’
তিনি বলেন, ‘ভর্তি রোগীদের মধ্যে ১৫ জনের ৫০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। ৬ জনের ৩০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। তাই কাউকেই বিপদমুক্ত মনে করা যাচ্ছে না। ৭ শিশুকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছে। তাদের ৮৫ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন।
আজ সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমেরী হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।


কোন মন্তব্য নেই