| |

মতলবে জমির বিরোধে সৎ ভাই বোনকে পিটিয়ে রক্তাক্ত জখম

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় জ‌মি সংক্রান্ত বিরোধের জের ধ‌রে ভাই ও বোনকে লোহার রড দিয়ে পি‌টি‌য়ে রক্তাক্ত জখম করে হাসপাতা‌লে পাঠা‌নোর অভি‌যোগ উঠে‌ছে সৎ ভাই রফিকুল ইসলাম (৬০) গং এর বিরুদ্ধে।
Table of Contents

এ ঘটনায় শুক্রবার বিকেলে মতলব উত্তর থানায় অভিযোগ দা‌য়ের করে‌ছে ভুক্ত‌ভো‌গীর পরিবার। এর আগে সকাল ১১টার ‌দি‌কে কালিপুর ৫নং ওয়ার্ড এর চান্দ্রাকান্দি গ্রামে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন- ওই গ্রা‌মের মৃত চাঁনমিয়ার ছেলে আজিজুর রহমান (৪৫)ও মে‌য়ে রাহিমা বেগম (৪৮)।
ভুক্ত‌ভো‌গী প‌রিবার ও স্থানীয় সূত্র জানায়,মতলব উত্তর থানার চান্দ্রাকান্দি গ্রা‌মের রফিকের স‌ঙ্গে তার সৎ ভাই আজিজুর রহমান ও রাহিমা বেগমের দীর্ঘ‌দিন ধরে জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল।এ নি‌য়ে এলকায় অনেকবার দরবার সালিশ হ‌য়ে‌ছে। আজিজুর রহমান বলেন,শুক্রবার সকালে প্রতিবছরের ন্যায় আমার বাবা ও নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও ওরস আয়োজন করি ওরুসের নিয়ম অনুসারে বাদ্যযন্ত্র চলাকালীন সময় ও ওরুসের দাওয়াতি মেহমান আমার বাড়িতে আসার সময় রফিক ও তার পরিবার বাধা দেয়,বলে এখানে কোন ওরস করা যাবেনা তখন আমি ও আমার বোন রাহিমা বেগম প্রতিবাদ করলে রফিকের নেতৃত্বে তার ছেলে মো. জুয়েল বেপারি (২২) আছিয়া বেগম (৪০) সোহানা আক্তার সুমা (৩০)মো. রুবেল বেপারিসহ ৪/৫ জন মি‌লে দেশীয় অস্ত্র শাবল, লোহার রড ইট ও লা‌ঠি নি‌য়ে আমাদের ওপর হামলা চালায় তারা।তখন আমি ও আমার বোন রাহিমা বেগমকে শাবাল ইট ও রড দি‌য়ে পি‌টি‌য়ে রক্তাক্ত জখম ক‌রা হয়।আমি এ হামলার বিচার চাই।

এদি‌কে, অভিযুক্ত রফিকের স‌ঙ্গে যোগা‌যোগ কর‌তে চাই‌লে তা‌কে পাওয়া যায়‌নি। তি‌নি পা‌লি‌য়ে‌ছেন।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ শহীদ হোসেন ব‌লেন, জ‌মি নি‌য়ে মারামা‌রির ঘটনায় এক‌টি অভিযোগ হ‌য়ে‌ছে। অপরাধী‌দের আইনের আওতায় আনা হ‌বে।

কোন মন্তব্য নেই