| |

আবরার ফাহাদ ঘটনার পুনরাবৃত্তি আতঙ্কে বুয়েট শিক্ষার্থীরা ; ছায় দফা দাবিতে চলছে আন্দোলন

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
আন্দোলন থেকে সরে আসার জন্য শনিবার রাত থেকেই একাধিক অপরিচিত নাম্বার থেকে ফোন করে নানান ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে বিভিন্ন ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

“এমতাবস্থায় বুয়েট ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা বুয়েটের শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে”, বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
Table of Contents

২০১৯ সালে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এ অবস্থায় ছাত্রলীগের সভাপতি, দপ্তর সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা গত বৃহস্পতিবার মধ্যরাতে তাদের কর্মী বহর নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে পরদিন নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম এ সমাগম ঘটান।

এ ঘটনায় শুক্রবার বিকালে বুয়েটের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ দেখান।

এরপর রাতে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করা হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে কমিটি গঠন করে ৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
  ইমতিয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করাসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

কোন মন্তব্য নেই