| |

মুসলিম দেশ হয়েও ইজরায়েল’কে সর্মর্থনে জর্ডান, নিরব ভূমিকায় সৌদি-মিশর

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
গাজা যুদ্ধের কারণে কয়েক মাস ধরেই ইসরায়েলের সঙ্গে ইরানের আঞ্চলিক মিত্রদের সংঘাত চলছে। এর মধ্যেই ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনস্যুলেটে সম্ভাব্য ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইরান।

Table of Contents

তবে কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই হামলায় ইসরায়েলের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে। কারণে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জর্ডানের সহায়তায় গুলি করে ধ্বংস করা হয়েছে।

নিরব ভূমিকায় অধিকাংশ মুসলিম মোরল’রা

গাঁজা’য় চলমান হত্যাযজ্ঞে নিরীহ মুসলমান ফিলিস্তিনিরা  মারা গেলেও তেমন কার্যকরী প্রদক্ষেপ নিতে দেখা যায় নি মুসলিম প্রধান দেশ সৌদি আরব’কে। নিরব ভূমিকায় ইজরায়েল লাগোয়া মুসলিম দেশ মিশর।
  ই/জ/রা/য়ে/লের পশ্চিমা মিত্রদেশগুলির সাথে জর্ডান’কেও ইজরায়েলের সর্মথন দিতে দেখা গেছে। মিশর ও জর্ডান তাদের আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোন দেশকে ইজরায়েলের বিরুদ্ধে হামলা করতে দিবে না বলেও ঘোষনা দিয়েছে। 
ইজরায়েল ভূখন্ডে ইরানের ড্রোন হামলার দৃশ্য

জর্ডান কেন ইসরাইলের পাশে?

জানা যায়, ইসরাইলের পাশে দাঁড়ানোর পেছনে জর্ডানের কূটনৈতিক বিষয় ছাড়াও পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাসও। এর মধ্যে রয়েছে ইসরাইল-জর্ডান শান্তি চুক্তি। ওয়াদ্দি আরাবা নামে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালে ২৬ অক্টোবর। এই চুক্তিটি দুই দেশের মধ্যে ভূমি, পানি, ব্যবসা এবং ভ্রমণের ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত করে। এই চুক্তিটির আরও একটি অঙ্গীকার ছিল কোনো দেশই তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে আক্রমণ করতে দেবে না। ফলে শনিবার এ হামলার পর রোববার নিজেদের অবস্থান নিয়ে বক্তব্য দেয় জর্ডান সরকার। 

সেই বিবৃতিতে বলা হয়, তাদের এই সামরিক পদক্ষেপ নিজেদের আত্মরক্ষার জন্য করা হয়েছে, ইসরাইলের সুবিধার জন্য নয়। সেই বিবৃতিতে আরও বলা হয়, গত রাতে আমাদের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো আমাদের নাগরিকদের এবং আবাসিক ও জনবহুল এলাকার নিরাপত্তাকে বিপন্ন না করেই প্রতিরোধমূলকভাবে মোকাবিলা করা হয়েছে। 

জর্ডান সরকার আরও যোগ করেছে, তাদের সামরিক বাহিনী নিজ দেশের নাগরিক, আকাশসীমা এবং ভূখণ্ডের প্রতিরক্ষায় যে কোনো পক্ষের ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

কোন মন্তব্য নেই