| |

শিবচরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসের চাপায় নিহত ১, গুরুতর আহত ৪

রাকিবুল হাসানশিবচর(মাদারীপুর), গাজীপুর টাইমস;

মাদারীপুরের শিবচরের ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এসময় আরো ৪ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও বাসের ভিতরে থকা ১০/১২ জন যাত্রী সামান্যভাবে আহত হয়েছেন। শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে,কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশ জন ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টি নামায় পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তারা। কেউ পাশের বাজারে গিয়েছিলেন চা খেতে। এসময় ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই মো: আকাশ আলী (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়। নিহত আকাশ আলী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গুটিয়া কায়া গ্রামের মন্টু শেখের ছেলে। 
দূর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আরো ৪ জন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান,‘দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

কোন মন্তব্য নেই