| |

প্রাক্তন WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন Bray Wyatt মারা গেছেন

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

প্রাক্তন WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রে ওয়াট। মাত্র ৩৬ বছর বয়সেই মাা গেলেন তিনি। তাঁর মৃত্যু সকলকেই অবাক করেছে। Bray Wyatt আমেরিকার ফ্লোরিডা শহরে জন্মগ্রহণ করেছিলেন। প্রাক্তন বিখ্যাত WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন ট্রিপল এইচ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ব্রে ওয়াটের মৃত্যুর খবর দিয়েছেন।

ডব্লিউডব্লিউই তারকা ব্রেই ওয়্যাট মারা গেছেন
‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)’ এর জনপ্রিয় রেসলার ব্রেই ওয়্যাট। যার আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বয়সেই মৃত্যু গেলেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ব্রে ওয়াট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই বছরের শুরুতে তিনি কোভিড ১৯-এর শিকারও হয়েছিলেন। এ কারণে তাঁর হৃদরোগ একটু বেশি বেড়েছে। যে কারণে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গত কয়েক মাস ধরেই চিকিৎসাধীন ছিলেন ওয়্যাট। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এ জনপ্রিয় রেসলার।
২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ব্রেই ওয়্যাট।চুক্তি সই করার পর কিছুদিন হাস্কি হ্যারিস নামে দেখা গিয়েছিল তাকে। ২০১৩ সালে এই চরিত্র বাদ দিয়ে ‘ব্রেই ওয়্যাট’ নামে দর্শকদের সামনে আসা শুরু করেন। এই চরিত্রেই দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। ‘ওয়্যাট ফ্যামিলি’ নামের এক রেসলিং গ্রুপের নেতা হিসেবে দেখা গিয়েছে তাকে, যে গ্রুপে ছিলেন ব্রন স্ট্রোম্যান, লুক হার্পার ও এরিক রোয়ানের মতো তারকারা।

কোন মন্তব্য নেই