| |

লামায় বাগীশিপ-হৃসুক বার্তার যৌথ মানবিক সহায়তা

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি, গাজীপুর টাইমস;

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বান্দরবান জেলাধীন লামার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক শিপুল কুমার বলেন, আর্তমানবতার সেবার মধ্য দিয়েই সৃষ্টিকর্তার তুষ্টি লাভ করা সম্ভব।

দুঃসময়ে, সংকটে ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মত মহৎ ও মানবিক কাজ আর হতে পারে না। ধর্ম মানুষকে মানবিক হতে শেখায়। সকল ধর্মের মহাপুরুষগণ তাঁদের জীবদ্দশায় মানবতার জয়গান গেয়েছেন। তাঁদের কর্মকাণ্ড আমাদের অনুসরণ করা উচিত। 

মানবিক সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হৃসুক বার্তার সম্পাদক মাভৈ শ্রী তারানাথ চক্রবর্ত্তী, লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মিলকি রানী দাশ, লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের সহ-সভাপতি অলক চৌধুরী, সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশ, অর্থ সম্পাদক বাসু কর্মকার, সদস্য সাংবাদিক বিপ্লব দাশ,মেরাখোলা গীতা শিক্ষা নিকেতনের সভাপতি রূপন নাথ, জুয়েল চৌধুরী, দীপংকর দাশ,শুক্লা আচার্য্য, এ্যানি দাশগুপ্ত,সমীরণ চক্রবর্ত্তী প্রমুখ।

হৃসুক বার্তার সম্পাদক মাভৈ শ্রী তারানাথ চক্রবর্ত্তী বলেন, সাম্প্রতিক কালে বৃহত্তর চট্টগ্রামের বহু অঞ্চল ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার-হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, পুকুর-ফসলের মাঠ সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত, এমনকি মানুষের জীবনহানিও ঘটেছে। এমতাবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে হৃসুক বার্তা পরিবার ও বাগীশিপ যৌথ অর্থায়নে বিপর্যস্ত ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহায়তার হাত প্রসারিত করার আহবান জানান।

কোন মন্তব্য নেই