| |

সাংবাদিকদের আলোর দিশারী একজন আব্দুর রহমান

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

আব্দুর রহমান | পুরোনো ছবি
বাংলাদেশের সংবিধানে সাংবাদিকদের যে অধিকারের কথা বলা আছে সেই অধিকার আদায়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান, সাংবাদিকতার নিত্য নতুন কৌশল, অবহেলিত সাংবাদিকদের নিয়ে যিনি কথা বলেন তিনি আর কেউ নন বাংলাদেশেরই এক সূর্য সন্তান সাংবাদিক মো: আব্দুর রহমান।


 তিনি একজন সংগঠকও বটে। বাংলাদেশের সাংবাদিকদের উন্নতির প্রসারে বিভিন্ন সংগঠনে কিভাবে সাংবাদিকদের সংযুক্ত করা যায়, কিভাবে বাহিরের দেশগুলো সম্পর্কে সাংবাদিকদের সম্মুখ জ্ঞান অর্জন করানো যায়, এমনকি দেশের প্রতিভাবান সাংবাদিকদের দেশে ও বিদেশের মাটিতে কিভাবে বিশেষ সম্মাননায় ভূষিত করা যায়। তা নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি একাধারে সম্পাদক ও প্রকাশক ‘তৃণমূল বার্তা', চেয়ারম্যান তৃণমূল টিভি, সম্পাদক ‘হ্যালো ঢাকা নিউজ’, মহাসচিব সার্ক জার্নালিস্ট ফোরাম, মহাসচিব দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম, প্রধান উপদেষ্টা 'গাজীপুর টাইমস’।

সম্প্রতি তিনি শিক্ষামূলক সিম্পোজিয়াম এবং সার্ক শিক্ষা পুরস্কার অনুষ্ঠানে মনোনীত হয়েছেন বাংলাদেশ থেকে। একইভাবে তার সঙ্গে তিনি বাংলাদেশ ও ভারত থেকে দু'জন প্রতিভাবান সাংবাদিককে নিয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে তিনি গাজীপুর টাইমস কে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই