| |

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৫ ইং কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুর শহরের গাজীপুর রিপোর্টার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. মোস্তাকিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এডভোকেট মো. লাবিব উদ্দিন আহমেদ, এডভোকেট মো. ফয়েজুর রহমান তানজিল প্রমুখ।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

কোন মন্তব্য নেই