| |

গাজীপুরে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার, ২ দিনের রিমান্ড

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

গাজীপুরে যুবলীগ নেতা জনের মায়ের দায়ের করা মামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৭টি গুলি ও ১৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।


শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ি গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।

এ বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, ৭টি তাজা বুলেট ও ১৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, ‘আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

উল্লেখ্য, আধিপত্য ও মাদক ব্যবসার দ্বন্দ্বে সশস্ত্র মহড়া নিয়ে মাওনা প্রশিকা মোড়ে ফাঁকা গুলি ও যুবলীগ নেতা জনের গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতা শিহাব ও তার লোকজন। এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন যুবলীগ নেতা জনের মা।

কোন মন্তব্য নেই