নীলফামারীতে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার
মাটি মামুন, রংপুর প্রতিনিধি, গাজীপুর টাইমস;
ADS BY ADSTERRA
গত সোমবার রাতে নীলফামারী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ADS BY ADSTERRA
ওসি মাহফুজার রহমান জানান, থানায় মামলা হওয়ার পর থেকে নিজাম উদ্দিন গা-ঢাকা দেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ফেলে।
ADS BY ADSTERRA
![]() |
| অভিযুক্ত নিজাম উদ্দিন |
উল্লেখ্য, বাবা হারা, ভারসাম্যহীন মায়ের কন্যা চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী নগরীর ধাপ শিমুলবাগ এলাকায় ফুপুর বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।
গত ২২শে মার্চ প্রতিবেশী নিজাম উদ্দিন তার বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি কাউকে না বলার জন্য নানা ধরনের ভয়-ভীতি দেখায়।
পরবর্তীতে ধর্ষক নিজাম ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সেপ্টেম্বরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গত ৪ঠা সেপ্টেম্বর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
%20(7).jpeg)

কোন মন্তব্য নেই