জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে "সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা - শীর্ষক সেমিনার-২০২৩"
টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;
বুধবার, ০৬ সেপ্টেম্বর "এসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ"-এর পরিচালনা পরিষদের সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয় উত্তরায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিচালনা পরিষদের সদস্য প্রিন্সিপাল সালাউদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ হাজী আইডিয়াল কলেজ অব এডুকেশন হাজিগঞ্জ। মোঃ দেলোয়ার হোসেন প্রিন্সিপাল অফ বিজিআইএফটি সায়েন্স এন্ড টেকনোলজি উত্তরা। ইসমাইল হোসাইন ইসমি,কবি ও লেখক ইনভেস্টিগেশন অফিসার এক্সপোর্ট প্রমোশন ব্যুরু বাণিজ্য মন্ত্রণালয় , মোঃ আব্দুর রহমান, মহাসচিব সার্ক জার্নালিস্ট ফোরাম।
ADS BY ADSTERRA
সভায় এ মাসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাবে "সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার- ভূমিকা শীর্ষক সেমিনার-২০২৩" অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।
ADS BY ADSTERRA
নতুন পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি,স্টুডেন্ট কমিটি ও আন্তর্জাতিক কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে সুশাসন প্রতিষ্ঠায় সভা সেমিনার করার ঘোষণা দেওয়া হয়।

কোন মন্তব্য নেই