| |

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে গাজীপুরে মুসল্লিদের বিক্ষোভ

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা ও টানা অবরোধে গাজায় মানবিক সংকট সৃষ্টির প্রতিবাদে শুক্রবার বাদ জুমা গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সমবেত হন। একপর্যায়ে বৃহত্তর মিছিলগুলো বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, শালিকচূড়া ও তা’মীরুল মিল্লাত গেট, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা ও নগরীর রেলগেট কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ভোগড়া বাইপাস মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা ফজলুর রহমান, মুফতি আবদুল মান্নান, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে জড়ো হয়ে এ প্রতিবাদ সভা করে মুসল্লিরা।

টঙ্গীর আবু হানিফা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল মাসুমের সভাপতিত্বে সর্বস্তরের তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে। বিভিন্ন মসজিদ থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সৌদি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, মুফতী মাওলানা কামাল উদ্দিন জাহানি, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন ফরিদী ,কাউন্সিলর আমির হামজা, মাওলানা মীর মাসুদুর রহমান কাসেমী, মুফতি আতিকুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

বিজ্ঞাপন

 সভা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

কোন মন্তব্য নেই