| |

লামায় ৩৪১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে :পার্বত্য মন্ত্রী

বিপ্লব দাশ, লামা প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বিগত ৫ বছরে লামা উপজেলায় ৩৪১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। অন্য কোনো সরকারের আমলে পার্বত্য এলাকায় এত উন্নয়ন করেনি’ ‘আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য এলাকার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন তরান্বিত হচ্ছে। এ সরকার জনবান্ধব সরকার তাই এই আমলে সমতলের মতো পার্বত্য এলাকায় এত উন্নয়ন হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এসব বলেন।  

বিজ্ঞাপন

 পার্বত্যমন্ত্রী আরো বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার যে উন্নয়ন করেছে, তার সুফল পাচ্ছে পার্বত্যবাসী। প্রতিটি উপজেলায় সড়ক যোগাযোগ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় পার্বত্যমন্ত্রী দারিদ্র্যমুক্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আগামীতেও আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

 এসময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত,লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল দাশ, জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান,ফাতেম পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারি দফতরের ঊর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই