পথ চলার ছয় বছরে ‘মারাধার সাংস্কৃতিক সংঘ’
আব্দুল আলিম, হরিপুর প্রতিনিধি (ঠাকুরগাঁও);
দেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মরাধার গ্রামে মারাধার সাংস্কৃতিক সংঘ-মাসাস নামে ২০১৭ এ গ্রামের বাছাই করা ইসলামী সংস্কৃতি মোনা ১০/১২ জন তরুণ যুবক ছাত্ররা মিলে সংগঠনটির পথ চলা শুরু করেন।
যা এখন ছয় বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই আগামী ৮ অক্টোবর ২০২৩ ইং রাত ৮:৩০টায় প্রতিষ্ঠার ৬ বছর পূর্ণ উপলক্ষে দেশের সুনামধন্য ইসলামী সংগীত শিল্পীদের নিয়ে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
যা করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিজ্ঞাপন
৫/রমজানের ক্যালেন্ডার ৬/রক্তদান ৭/তাফসীরুল কুরআন মাহফিল ৮/ও অসুস্থ রোগীদের আর্থিক সাহায্য ৯/পরীক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ
১০/ রাস্তাঘাট সংস্কার করোন,ইত্যাদি।
বিজ্ঞাপন
আমরা যেখানে সংগঠনের পরিচালনা করছি এখানে শিক্ষার হার অনেক কম, অপসংস্কৃতির পেছনে ছুটছে অনেকে। তাই আমরা সব দিক খেয়াল রেখেই কাজ করছি। যেনো একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হবে তাদের ফেসবুক পেইজে www.facebook.com/masasofficial

কোন মন্তব্য নেই