রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচিত পালিত
মাটি মামুন রংপুর প্রতিনিধি;
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা ছাড়া ঘরে ফেরার উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
তিনি বলেছেন, বিএনপির আন্দোলনে সারা বাংলার নিপিড়িত মানুষ যোগ দিয়েছে।
সরকারের পদত্যাগ ছাড়া আমরা আর ঘরে ফিরব না। প্রয়োজনে টেনে হেচড়ে সরকারকে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। মানুষের ভোটের অধিকার ফেরানো হবে।
মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে রক্ষা করা হবে।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচিতে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বারবার তার জামিনের আবেদন করা হয়েছে। কিন্তু
বিভিন্ন অজুহাতে সরকারি হস্তক্ষেপে জামিন দেওয়া
হয়নি।
তার পরিবার থেকে খালেদা জিয়াকে বিদেশে
নিয়ে উন্নত চিকিৎসার জন্য দাবি জানালেও সরকার
কোনো কর্ণপাত করছে না।
জনগণ সবকিছু দেখছে পর্যবেক্ষণ করছে, যেকোনো সময় দাবানলের মতো দাউ দাউ করে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে। তখন সরকার পালাবার আর কোনো পথ খুঁজে পাবে না।
এসময় অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত,
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা
জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে
প্রেরণের দাবি জানান। অনশনে বিএনপিসহ অঙ্গ ও
সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনশনের
কারণে রাস্তার একপাশ বন্ধ হওয়ায় পুরো নগরীতে
তৈরি হয় যানজট। বেলা ১১ থেকে বেলা ২টা পর্যন্ত এ
কর্মসূচি চলে।


কোন মন্তব্য নেই