পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক
রবিউল আলম, গাজীপুর প্রতিনিধি:
শনিবার দিবাগত রাতে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশনায় চুরি-ডাকাতির প্রতিরোধে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন,গাজীপুর মহানগরীর পূবাইল থানার মারুকা গ্রামের মোঃ ইউনুস আলী মাসুদের ছেলে,মোঃ মেহেদী হাছান জনি (২৯),গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার শিলমুন জাম্বুরাটেক এলাকার মোঃ ওহাব আলীর ছেলে রাকিবুল ইসলাম ফাহিম (২৪),কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাউফুল গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ হাসান (২৮),বর্তমানে টঙ্গী পূর্ব থানা দিন নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
বিজ্ঞাপন
এ সময় গোপন খবরের ভিত্তিতে এসআই উত্তম কুমার সূত্রধর এর নেতৃত্বে এক দল পুলিশ তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি লোহার তৈরি দা একটি স্টিলের তৈরির সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই