| |

জানুয়ারিতে যদি আওয়ামী লীগ পিছলে যায়, এ জন্য দায়ী হবে গ্রুপিং: পরশ

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানার বাংলাদেশ যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানার ৭ ওয়ার্ডের বাংলাদেশ যুবলীগের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যদি জানুয়ারিতে আওয়ামী লীগ পিছলে যায়, তাহলে এর জন্য দায়ী হবে দলের নিজস্ব গ্রুপিং।’ 

বিজ্ঞাপন

 নিজেদের বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। ঐক্যবদ্ধ না থাকলে এর মাশুল দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ত্যাগ বিফলে যাবে। তাই আরেকটি মুক্তিযুদ্ধের দরকার হবে। কোনো ভিসা নীতি ও নিষেধাজ্ঞা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবে না। আমেরিকা এমন এক সময়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, যখন বাংলাদেশ সকল বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ আমেরিকার স্যাংশনে ভয় পায় না। ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। 

বিজ্ঞাপন

 ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও কদমতলী-শ্যামপুর থানা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ আহম্মদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সাইমনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। 

বিজ্ঞাপন

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা।

কোন মন্তব্য নেই