| |

দুইদিনের ভারী বৃষ্টিতে মরাধার গ্রামের রাস্তার বেহাল দশা

আব্দুল আলিম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি;

মারাধার গ্রামের কাঁচা রাস্তায় খন্ডচিত্র
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামের কাঁচা রাস্তায় জনগণের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

উক্ত এই গ্রামে প্রায় ৩০০০ থেকে ৩৫০০ লোকের বসবাস এই গ্রামটির প্রধান রাস্তা এখনো পাকা না হওয়ায় এলাকাবাসী চরম অসুবিধায় পড়েছে এবং প্রতিনিয়ত বিভিন্ন যানবাহনের চাকা পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছে চালকসহ যাত্রীগণ।

বিজ্ঞাপন

 এর ফলে বিশেষ করে এই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার অসুবিধা বেশি হচ্ছে। 

বিজ্ঞাপন

 এলাকাবাসীর পক্ষে 'নিরাপদ সড়ক চাই' এর কার্যকরী সদস্য শামীম ডিএস বলেন, গেদুড়া মারাধার এর এই রাস্তাটি নিয়ে অনেকবার বিভিন্ন ভাবে লিখালিখি করেছি। জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ গেদুড়া মারাধার দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রোগ্রামে এলাকাবাসীর পক্ষ হতে মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতিতে গ্রামের রাস্তাটি পাকা করণের দাবি উপস্থাপন করি। মাননীয় এমপি মহোদয় আশ্বাস দিয়েছেন কিন্তু এখনো তা বাস্তবায়ন হয় নি।
গ্রামবাসী এখনো পথচেয়ে আছে।গ্রামে তিনটি প্রতিষ্ঠান।
 ব্র‍্যাক ও শিখন স্কুল এর আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে।

বিজ্ঞাপন

এই ছাড়াও এই গ্রামের অনেক শিক্ষার্থী গেদুড়া মারাধার দাখিল মাদ্রাসা, আটঘরিয়া উচ্চ বিদ্যালয়, লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়, গেদুড়া মলানী স্কুল, গেদুড়া আদর্শ স্কুল, ভোমরাঘাট কারিগরি বিদ্যালয়, কাদিহাট উচ্চ বিদ্যালয়, ডি কে কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানে লেখাপড়া করে।
তাদেরকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। বেলডাঙ্গী বিজিবি ক্যাম্পে যাওয়ার মুল রাস্তাও এটাই।

সর্বোপরি কথা হল, আমি শুধু এই আমার গ্রামটিতে পাকা রাস্তা চাচ্ছি তা কিন্তু নয়। পার্শ্ববর্তী গ্রাম আটঘরিয়া, বেলডাঙ্গী, কাঠালডাঙ্গী, গেদুয়াডাঙ্গী, গ্রাম গুলোও একই অবস্থা। সেগুলোও পাকা হোক, বলে শামীম ডিএস জানান।

শতভাগ বিদ্যুতায়নের ন্যায় দেশের শতভাগ রাস্তা পাকা হোক এটাই প্রত্যাশা এটাই স্থানীয় গ্রামবাসীদের দাবি।

কোন মন্তব্য নেই