| |

গাজীপুরে নৌকার মনোনয়নে পাঁচটি আসনের একটিতে বদল, চারটিতেই বর্তমান সাংসদ’রা

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ। 
গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন বাদে বাকী তিনটি আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও
গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের সভাপতি মন্ডলের সাবেক সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলীর
মেয়ে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এর মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি মনোনয়ন পেয়েছেন। 
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ২৬জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। 

বিজ্ঞাপন

 গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫জন প্রার্থী। এই আসনের বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়াও এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ব্যবসায়ী নুরে আলম। 

বিজ্ঞাপন

 অপরদিকে, গাজীপুর-২ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫জন প্রার্থী। এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান উল্ল্যাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মোস্তাফা হুমায়ুন হিমু, গাজীপুর সিটির মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন রুবেল মনোনয়ন চেয়েছিলেন। 

বিজ্ঞাপন

গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৬জন প্রার্থী। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. রহমত আলীর ছেলে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, তার ছোট বোন সংরক্ষিত আসন-৩১৪ সংসদ সদস্য রুমানা আলী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন খান ও আমিনুল ইসলাম আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। 

গাজীপুর-৪ সংসদীয় আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এর মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদ এ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন।

 গাজীপুর-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৮জন প্রার্থী। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান, অ্যাড. আশরাফী মেহেদী হাসান, মো. রফিজ উদ্দিন, আব্দুল গণি ভূঁইয়া, প্রয়াত চিত্র নায়ক মো. ফারুকের পুত্র রওশন হোসেন শরৎ, মো. মোর্শেদ মোল্লা, গাজীপুর যুব মহিলালীগের আহ্বায়ক শর্মিলী দাস মিলি।

কোন মন্তব্য নেই