| |

এডিসি হারুনের পর অতিরিক্ত উপকমিশনার সানজিদাকেও রংপুরে বদলির গুঞ্জন

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনার সোমবার এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। গতকাল বরখাস্ত হারুনকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করে আদেশ জারি হয়।

এবার পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপাকে রংপুরে বদলি করা হচ্ছে।

ADS BY ADSTERRA

তাকে শিগগির বদলি করা হবে বলে মঙ্গলবার রাতে পুলিশ সদরদপ্তর সূত্রে জানতে পেরেছে আলোচিত গণমাধ্যম ঢাকা টাইমস

সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে এডিসি হারুন এর সাথে এডিসি সানজিদার বিয়ে বহিঃভূত প্রেমের সম্পক রয়েছে। বিষয়টি নিয়ে সানজিদাকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমে বলেন বিষয়টি সম্পুর্ন কাল্পনিক, তাদের মধ্যে পেশাদ্বারিত্বের বাইরে কোন সম্পর্ক নেই

কোন মন্তব্য নেই