| |

ওয়াকার আলী খান ইউএস সার্ক সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনোনীত

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

ওয়াকার আলী খান, পাকিস্তান ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সাংবাদিক, সিইও অপটিভিগ্লোবাল এবং প্রাক্তন নির্বাহী প্রযোজক জিও টিভি সার্ক সাংবাদিক ফোরাম ইউএসএ চ্যাপ্টারের আহ্বায়ক মনোনীত হয়েছেন।

খান মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পাকিস্তানের সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিকতায় 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন।

ADS BY ADSTERRA

তিনি পাকিস্তান আমেরিকান চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান এবং প্রচুর সামাজিক বৈশ্বিক সংস্থার সাথে যুক্ত। খান তার নেতৃত্বে সার্ক জার্নালিস্ট ফোরাম ইউএসএ চ্যাপ্টার গঠনের উদ্যোগ নেবেন।

ADS BY ADSTERRA


সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাজু লামা ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান জনাব খানকে তার মনোনয়নের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই